বালিয়াটি জমিদার বাড়ি; ২৫০ টাকা মাত্র!

ঢাকার আশে পাশে এক দিনে কোথাও থেকে ঘুরে আসার প্লান থাকলে ঘুরে আসতে পারেন বালিয়াটি জমিদার বাড়ি , মানিকগঞ্জ থেকে । খরচ খুব বেশী হলে ২৫০ টাকা মাত্র ।
.
যেভাবে যাবেনঃ গাবতলী থেকে এস বি লিংকে বালিয়াটি পর্যন্ত ভাড়া ৮০ টাকা এর পর বালিয়াটি থেকে জমিদার বাডি মিনিট তিনেক হাটা পথ অথবা গাবতলী থেকে সাটুরিয়া পর্যন্ত ভাড়া ৭৫ টাকা , ওখান থেকে জমিদার বাড়ি ১০ টাকা অটো ।

.
কি কি খাবেনঃ জমিদার বাড়ির আশে পাশে অনেক খাবারের দোকান আছে , তাই খাবার নিয়ে কোন সমস্যা হবে না ।
.
প্রবেশ ফিঃ ২০ টাকা, সার্কভুক্ত দর্শনার্থী-১০০ টাকা, বিদেশি দর্শনার্থী- ২০০ টাকা। 
.
পরিদর্শন সময়সূচি :
গ্রীষ্মকাল : সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
বিরতি : দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
শীতকাল : সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
বিরতি : দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
শক্রবার : দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি
বন্ধ : রবিবার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবসসহ সরকারি ছুটির দিন। ঈদের পরের দিন এই প্রাসাদ বন্ধ থাকে।
.
কিছু সতর্কতাঃ ফেরার সময় আপনাকে সাটুরিয়া আসতে হবে । এখান থেকে ঢাকা আসার লাস্ট বাসটা সন্ধ্যা ৬.৩০ মিনিটে ছাড়ে ।


Blog Credit: রেজওয়ানুল কবীর

Comments

Popular posts from this blog

"পৃথিবী তোমার সুস্থতার অপেক্ষায়"

চাকুরী নিয়ে ভাবনা? আর না!

ATTENTION Employees!!!