Posts

Showing posts from March, 2018

$$$ অনলাইনে আয় $$$

Image
Fiverr  , Upwork  , Freelancer  , People Per Hour  নামগুলো অনেকেই শুনেছেন। হয়তো কোন এক সময় একাউন্টও করেছিলেন। কালের বিবর্তনে ধৈর্য হারিয়ে ফেলেছেন নিশ্চয়ই। অনলাইনে আয়ের ইচ্ছা অনেকেরই, কিন্তু অল্পবিদ্যা ভয়ংকরী কথাটা জানা আছে তো?   আসুন একটু ঘেঁটে দেখা যাক। মেয়ে সুন্দর হলে আমরা ছেলেরা তাকে সুন্দর সুন্দর কবিতা-ছড়া লিখে টেক্সট করি। আপনাকে কোন ক্লায়েন্ট নক দিলে অথবা Invitation পাঠালে আপনাকেও ঐ ক্লায়েন্টকে পটানোর যোগ্যতা থাকতে হবে। তো যোগ্যতা তো আর কেউ মায়ের পেটে থাকা অবস্থায় অর্জন করেন না। আপনাকে নিজেকে গড়ে নিতে হবে। ক্লায়েন্টকে গুছিয়ে যে ম্যাসেজ পাঠানো হয় তাকে বলে Cover Letter. এটার sample দেখতে নিচের link এ ক্লিক করুন- http://www.247-va.com/2018/01/adsbygoogle-window.html মনে আছে তো অল্পবিদ্যা ভয়ংকরী? তবে কেনো নিজেকে কোন কাজের যোগ্য করে না তুলে আগেই টাকার পিছনে হাঁটছেন? অনেক প্রতিষ্ঠানই আপনাদের শেখাবার জন্যে আছে, সবাই ভাওতাবাজী করে না। আর অধিকাংশ প্রতিষ্ঠানই চায় তাদের শিক্ষার্থীরা ভালো করুক। এক্ষেত্রে ঢাকায় অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন। অথবা Goo...